দাকোপ প্রতিনিধি::দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নে পারিবারিক পুষ্টি চাহিদা পূরনের লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা এ্যাডরা বাংলাদেশ কমিউনিটি এ্যাম্পয়ারমেন্ট প্রকল্প-২ এর আওতায় সিবিও সদস্যদের মাঝে ২ হাজারটি (আম ও আমলকি) ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সুইডিস মিশন কাউন্সিল (এসএমসি) ও এ্যাডরা সুইডেনের অর্থায়নে বৃক্ষরোপন কর্মসুচীর অংশ হিসেবে (২৪ আগস্ট) বৃহস্পতিবার সকাল ১০ টায় বটবুনিয়া এ্যাডরা সাব অফিসে প্রকল্পের উপকার ভোগীদের মাঝে ফলজ গাছের চারা বিতরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প ব্যবস্থাপক পল বাড়ৈ, সিডিও জনজ্যাক বালা, স্থানীয় সুধীজন ও উপকারভোগীরা প্রমুখ। এ সময় সিবিও সদস্য প্রতিজনকে ২টি করে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
Leave a Reply