দাকোপ প্রতিনিধি::দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-১ আসন (দাকোপ বটিয়াঘাটা) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নান্টু রায় দাকোপ প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
(২৭ আগস্ট) রবিবার সকাল সাড়ে ১০ টায় দাকোপ প্রেসক্লাব সম্মেলন কক্ষে প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতি অনুষ্ঠিত মতবিনিময় সভায় নান্টু রায় বলেন,আমি আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হলে দাকোপ বটিয়াঘাটার সার্বিক উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করবো। এ সময় উপস্থিত ছিলেন দাকোপ প্রেসক্লাব সাধারণ সম্পাদক জি এম রেজা, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি কুমারেশ বিশ্বাস, যুগ্ম- সাধারণ সম্পাদক দীপক সরদার, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র ঘোষ, দপ্তর সম্পাদক পারুল বেগম, সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, শচীন্দ্র নাথ মন্ডল, সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, শেখ মোজাফফার হোসেন, সদস্য স্বপন রায়, জি এম আজম,শামীম হাসান, মোঃ মামুনুর রশিদ, সোহাগ আহম্মেদ, মজনু ফকির, গাজী সরোয়ার হোসেন, মৃঞ্জয় বিশ্বাস, পুষ্পেন সরদার সনু প্রমুখ।