1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র গুলিসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক আমাদের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পুতিনের একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার মোংলায় ২০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড পশ্চিম জোন বটিয়াঘাটায় সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ভোলায় কোস্টগার্ডের চিকিৎসা সহায়তা পেল ৩৬০ অসহায় মানুষ খুলনা পাবলিক কলেজে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ-১৪৩২ উদযাপন বাগেরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

পাইকগাছার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ দাশ

  • প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৪ বার পড়া হয়েছে

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি::জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ পাইকগাছা উপজেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন দেবাশীষ দাশ। উপজেলা কমিটি যাচাই-বাছাই শেষে উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ দাশকে পাইকগাছা উপজেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে স্বীকৃতি দিয়েছে। সংশ্লিষ্টরা জানান, পাইকগাছা উপজেলার সহকারী শিক্ষা উপজেলা অফিসার দেবাশীষ দাশ পাইকগাছা ‍উপজেলায় যোগদানের পর থেকে এ উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করে আসছেন। তার উদ্যোগ ও তৎপরতায় দিনবদলের হাওয়া লেগেছে এ উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়। তার নির্দেশনায় ও নেতৃত্বে নতুন করে সেজেছে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। এর মাধ্যমে পাল্টে যাচ্ছে বিদ্যালয়ের পরিবেশ। আনন্দঘন পরিবেশে শিক্ষা নিচ্ছে শিশুরা। ফলে সেখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে এখন শুরু হয়েছে এক নবযাত্রা।
শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়ে দেবাশীষ দাশ জানান, যারা আমার পরিশ্রম তথা আমার কাজকে মূল্যায়িত করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই অর্জন আমার সম্মানিত শিক্ষকবৃন্দের যারা সবসময় সকল কাজে সার্বিক সহযোগিতা করে এই শ্রেষ্ঠত্ব এনে দিয়েছেন।
উল্লেখ্য, দেবাশীষ দাশ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার মধ্যবিত্ত একটি পরিবারে জন্মগ্রহণ করেন। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা দেবাশীষ দাশ ১৯৯৪ সালে গাভা একেএম দ্বিমুখী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পাস করেন। ১৯৯৬ সালে খুলনা বিএল কলেজ হতে বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি ও ১৯৯৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে খুলনা বিএল কলেজ হতে গণিত বিষয়ে বিএসসি (সম্মান) এবং ২০০০ সালে গণিত বিষয়ে এমএসসি পাস করেন। তারপর ২০০৫ সালে ব্যাচেলর অফ এডুকেশন ( বিএড) পাস করেন। বে সরকারি প্রাইমারি স্বুলের শিক্ষকের সন্তান হওয়ার কারণে শিক্ষকতার প্রতি তার অনুরাগ ছিল। তারই ধারাবাহিকতায় তিনি ১২.৭.২০০৭ সালে দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করে শিক্ষার আলো জ্বালাতে শুরু করেন। এরই মধ্যে তিনি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের পরীক্ষায় অংশ গ্রহণ করে নিয়োগ প্রাপ্ত হয়ে ২৮.৪.২০১০ সালে যশোর সদর উপজেলায় যোগদান করে। তিনি বদলীর আদেশ প্রাপ্ত হয়ে ১৯.১০.২০১৪ সালে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় যোগদান করে সুনামের সহিত চাকুরি করে ২৭.৩.২০১৯ সালে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় যোগদান করে অদ্যবধি চাকুরি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews