বটিয়াঘাটা (খুলনা ) প্রতিনিধি::কে এম পির লবনচরা থানা পুলিশ মাদক বিরোধী এক বিশেষ অভিযান ১১ সেপ্টেম্বর ২০২৩ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে পরিচালনা করে।
এসময় কক্সবাজার জেলার টেকনাফ থানার বাবুখালী হোয়াইকং গ্রামের করিমের পুত্র মোঃ দেলোয়ার হোসেন( ৪২)কে ১হাজার পিচ ইয়াবা সহ হাতে নাতে রুপসা ব্রীজ সড়কের বটতলা এলাকা থেকে গ্রেফতার করে।
ধৃত মাদক কারবারির বিরুদ্ধে লবনচরা থানায় ৮ নং মামলা রুজু হয়েছে।তাং ১১ সেপ্টেম্বর ২০২৩, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনি১০(ক)।