নিজস্ব প্রতিনিধি::খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) পালন উপলক্ষে এক সভা সোমবার বেলা ১১টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
সভায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে নগর ভবনে শিশুদের ক্বিরাত, হামদ ও নাত প্রতিযোগিতা এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, মহানবী (স.) এর জীবনাদর্শের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সভায় অন্যান্যের মধ্যে খুলনা মহানগর ইমাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা রফিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, কেসিসি শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নাসির উদ্দিন কাশেমী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আহসান হাবীব, কেসিসি’র সচিব মো: আজমুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো: আব্দুল আজিজ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, মাওলনা মো: ইব্রাহিম ফয়জুল্লাহ, মাওলানা মো: মোস্তাক আহমেদ, রাজস্ব কর্মকর্তা মো: অহিদুজ্জামান খান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, বাজার সুপার আব্দুল মাজেদ মোল্লা প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।