1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র গুলিসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক আমাদের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পুতিনের একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার মোংলায় ২০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড পশ্চিম জোন বটিয়াঘাটায় সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ভোলায় কোস্টগার্ডের চিকিৎসা সহায়তা পেল ৩৬০ অসহায় মানুষ খুলনা পাবলিক কলেজে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ-১৪৩২ উদযাপন বাগেরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

চারদিনে ৩৩৬২ মনোনয়ন ফরম বিক্রি আ’ লীগের

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন। এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে ৪ হাজার ২৩ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। সে হিসাবে এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম আগেরবারের চেয়ে ৬৬১টি কম বিক্রি হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, গত শনিবার মনোনয়ন ফরম বিক্রি শুরুর পর আজ বিকেল ৪টা পর্যন্ত—এই ৪ দিনে মোট ৩ হাজার ৩৬২টি ফরম বিক্রি হয়েছে।

সে হিসাবে এবার গড়ে প্রতিটি আসনে আওয়ামী লীগের মনোনয়নের দাবিদার ১১ জনের বেশি। গত জাতীয় সংসদ নির্বাচনে প্রতি আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন ১৩ জন।

নৌকা প্রতীকে প্রার্থী হতে গতবারের চেয়ে এবার আগ্রহী প্রার্থী কম হলেও এই খাতে এবার বেশি টাকা আয় করেছে আওয়ামী লীগ। কারণ, গতবারের চেয়ে এবার ২০ হাজার টাকা বাড়িয়ে মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। এবার মনোনয়ন ফরম বিক্রি করে আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

২০১৮ সালে দলীয় মনোনয়ন ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা। সে হিসাবে দলটি তখন ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা আয় করেছিল।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন বলেন, মনোনয়ন ফরম বিক্রির শেষ দিনে আজ ৩৪৩টি ফরম বিক্রি হয়েছে। এর আগে গত শনিবার বিক্রি হয়েছিল ১ হাজার ৭৪টি। রোববার বিক্রি হয় ১ হাজার ২১২টি। আর সোমবার বিক্রি হয়েছিল ৭৩৩টি।

জাতীয় নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews