নিজস্ব প্রতিনিধি : লায়ন্স ক্লব অফ ফেস ঢাকা জেলা ৩১৫ এ ১ এর অভিষেক অনুষ্ঠিত হলো। বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন মিলনায়তনে জেলা গর্ভনর লায়ন ডা: দেওয়ান মোঃ সালাউদ্দিন লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেসে’র আন্তর্জাতিক স্বীকৃতি সনদ ক্লব সভাপতি ও সাধারণ সম্পাদক এর হাতে তুলে দেন। নব গঠিক সদস্যদের শপথ বাক্য পাঠ করান ২য় ভাইস জেলা গভর্নর লায়ন একে এম গোলাম ফারুক।