মোঃ আলমগীর হোসেন (পাবনা জেলা) ::পাবনার সাঁথিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে সূর্য্যেদোয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, সাড়ে ১০টার সময় উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল হক, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, বীর মুক্তিযোদ্ধা ছোহরাব হোসেন, উপজেলা কৃষি অফিসার সঞ্জিব কুমার গোস্বামী, অধ্যক্ষ আব্দুদ দাইন, উপজেলা প.প কর্মকর্তা অলক কুমার পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা খাদেমুল ইসলাম প্রমুখ। শেষে শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
Leave a Reply