মোঃ লুৎফর রহমান,সাঁথিয়া,পাবনা:: জেলার সর্বপ্রাচীন বিদ্যাপিঠ ভারেঙ্গা একাডেমিতে ১৯৯৮ এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুিিষ্ঠত হয়েছে। সুরের মূর্ছণায় মুখরিত হয় বিদ্যালয় প্রঙ্গন। স্মৃতিচারণের ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে সবৈব্য। ”সখা প্রাণের মাঝে আয়/সুখের দুখের কথা কব প্রাণ জুড়াবে তায়।”প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থনে বিদ্যালয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।
১৮৮৫ সালে রাজা রায় বাহাদুর প্রতিষ্ঠিত বিদ্যালয়ের সভাপতি আবু দাউদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহফুজার রহমান। প্রক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান শিক্ষকের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া আমন্ত্রিত অতিথিদেরকে সন্মাননা পুরষ্কার প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন , রবিউল হাসান মিন্টু, প্রকৌশলি লিটন, রিমন প্রমূখ।
Leave a Reply