মনির হোসেন:: দূর্যোগপূর্ণ আবহাওয়ায় ভাসানচরের ছেঁড়াখাল এলাকায় ডুবে যাওয়া যাত্রীবাহী ট্রলারের ১৭ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
১০ আগস্ট শনিবার রাতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি বলেন, ১০ আগস্ট শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম হতে ছেড়ে আসা একটি কাঠের বোট ভাসানচর থানাধীন ছেঁড়া খাল নামক এলাকায় বৈরী আবহাওয়ার কারণে ২৩ জন যাত্রী ও ২০ টন খাদ্য সামগ্রীসহ ডুবে যায়।
খবর পেয়ে তৎক্ষণিক বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন ভাসানচরের উদ্ধারকারী দল উক্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে ১৭ জনকে জীবিত ও ৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। এখনো দুইজন নিখোঁজ রয়েছে যাদের উদ্ধারে উদ্ধার অভিযান চলমান রয়েছে।