মনির হোসেন:: সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা দুই কেজি ক্রিস্টাল মেথ ও ৮৩ বোতল বিদেশী মদ জব্দ করেছে কোস্টগার্ড। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করা হয়।
১৪ আগস্ট বুধবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ আগস্ট বুধবার রাত ৩টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ হতে আনুমানিক ১ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে বাংলাদেশ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন মায়ানমার সমুদ্র এলাকা হতে সন্দেহজনক একটি কাঠের বোট বাংলাদেশ সমুদ্র এলাকায় প্রবেশ করে। কোস্টগার্ড অভিযানিক দলের সদস্যরা উক্ত বোটটিকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেস্টা করলে কোস্টগার্ড বোটটি আটক করতে সক্ষম হয়। অতঃপর বোটটি তল্লাশী করে ৮৩ বোতল বিদেশি মদ ও ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) সহ ৭ জন মাদক চোরাচালানকারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত বিদেশী মদ ও ক্রিস্টাল মেথ (আইস) সহ আটককৃত ৭ জন মাদক চোরাচালানকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।