মনির হোসেন:: চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৬টি বাল্কহেড এবং ৭টি ড্রেজারসহ ৩৩ জন দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্টগার্ড। জব্দ করা ড্রেজার এবং বাল্কহেড এর আনুমানিক বাজার মূল্য ৯কোটি ৬০ লক্ষ টাকা।
১০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ও চাঁদপুর নৌ-পুলিশের সমন্বয়ে ১০ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর ৫টা হতে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার ষাটনল, কালিপুর ও মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৬টি বাল্কহেড ও ৭টি ড্রেজার জব্দ করা হয় এবং ৩৩ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়। জব্দকৃত ড্রেজার এবং বাল্কহেড এর আনুমানিক বাজার মূল্য ৯ কোটি ৬০ লক্ষ টাকা।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত বাল্কহেড এবং ড্রেজার জেলা প্রশাসক এর অনুমতি সাপেক্ষে উত্তর মতলব থানা নৌ পুলিশ এর হেফাজতে রাখা হয় এবং আটককৃত ৩৩ জন দুষ্কৃতকারীকে উত্তর মতলব থানা নৌ পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।
Leave a Reply