স্পোর্টস ডেস্ক:: কানপুরে দ্বিতীয় টেস্টে মধ্যাহ্ন বিরতির সময় ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন বাংলাদেশি সমর্থক রবি। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কানপুরে ম্যাচ চলাকালীন ভারতীয় দর্শকদের সঙ্গে কথা কাটাকাটি হয় রবি। ঘটনায় আহত হন তিনি।
পরে নিরাপত্তা কর্মীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।
পুলিশ জানিয়েছে, মারধরের অভিযোগ করেছে রবি। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে পাঠানো হয়েছে ইনজুরি চেকআপের জন্য।
Leave a Reply