মোঃ জাহিদুল ইসলাম :: বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী না হয়েও খুলনায় কলেজ শিক্ষার্থী নিজ মেধায় তিন বছরের চেষ্টায় করে তৈরী করেছেন এক আসন বিশিষ্ট হেলিকপ্টার। এটি দু’শকেজি ভার বহনে অন্তত সাড়ে তিন হাজার ফুট উচ্চতায় ঘন্টায় সর্বোচ্চ ৩২০কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এই হেলিকপ্টার তৈরীতে খরচ হয়েছে মাত্র ২ লক্ষ টাকা।
শিক্ষার্থী নাজমুল হাসান খানের বাড়ী খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে। নাজমুলের এই হেলিকপ্টার এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে । তাঁর তৈরি হেলিকপ্টার দেখতে প্রতিদিন ভিড় বাড়ছে নাজমুলের বাড়িতে। হেলিকপ্টারটি দেখতে দুর দুরান্ত থেকে আসছে মানুষ।
দরিদ্র পরিবারের সন্তান নাজমুল জানান, শুধু সাইন্সের স্টুডেন্ট নয়, অন্যান্য বিভাগের ছাত্রদের মধ্যেও মেধা সম্পন্ন ছাত্ররা রয়েছে। যাদের সুযোগ-সুবিধা দিলে তারা তাঁর থেকেও ভালো কিছু করে দেখাতে পারবে বলে বিশ্বাস করেন তিনি।
অল্প কয়েক দিনের মধ্যেই বাকি কিছু কাজ সম্পন্ন করেই প্রাথমিক উড্ডয়নের জন্য প্রসাশনের কাছে অনুমতি চাইবে সে।
হেলিকপ্টার আবিষ্কারক নাজমুল হাসান খান দৈনিক বাংলার খবর কে বলেন,সঠিক পৃষ্ঠপোষকতা পেলে দেশীয় এভিয়েশন শিল্পের জন্য এই আবিস্কার হতে পারে একটি মাইল ফলক।
এদিকে সন্তানের এমন সাফল্যে গর্বিত হয়ে সরকার ও সংশ্লিষ্ট দপ্তর গুলোর দৃষ্টি আকর্ষণের জন্য অনুরোধ জানান নাজমুলের বাবা নজরুল ইসলাম সহ এলাকাবাসী।
Leave a Reply