দাকোপ প্রতিনিধি:: “দুর্নীতির বিরুদ্ধে তারুন্যেও একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০ টায় চালনা ডাক বাংলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুব্রত রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন।
বিশেষ অতিথির হিসেবে বক্তৃতা করেন খুলনা দুনীতি দমন কমিশন সহকারী পরিচালক ( সজেকা) ফারদীন খান প্রিস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, আইসিটি অফিসার সমীর বিশ^াস, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমান, সাংবাদিক আজগর হোসেন ছাব্বির প্রমুখ।
Leave a Reply