ডেস্ক:: খুলনা বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ সাধনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি। রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এর আমন্ত্রণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন ও মতবিনিময়কালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
সকালে শহিদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও উল্লেখযোগ্য দিকসমূহ তুলে ধরা হয়।
সভায় উপ-উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কোলাবরেশনে আগ্রহী। খুলনা বিশ্ববিদ্যালয় সাধারণ বিশ্ববিদ্যালয় হলেও প্রকৌশল বিজ্ঞান, জীববিজ্ঞান, চারুকলা, সমাজিক বিজ্ঞানসহ নানা ধরনের সাবজেক্ট চালু থাকায় এখানে শিক্ষা ও গবেষণার পরিবেশ বৈচিত্রময়। তিনি ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তেহরান বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান নিয়ে প্রশংসা করেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে এ সকল বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র স্থাপনের ব্যাপারে রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।