নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও মেধাস্থান অধিকারী কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রোজিনা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় মেধাস্থান অধিকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, জ্ঞানার্জনে উৎসাহিত করাই এ অনুষ্ঠান আয়োজনের মূল লক্ষ্য। এ বছর যারা মেধা তালিকায় স্থান করে নিতে পারেনি কঠোর অনুশীলনের মাধ্যমে আগামীতে তারা মেধা তালিকায় স্থান করে নিতে সামর্থ্য হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, জ্ঞানার্জনের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত ক্রীড়া চর্চা করা প্রয়োজন। এছাড়া নিজ নিজ বিদ্যালয় ও বাসস্থানে পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যশিক্ষা গ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা জাতির স্বপ্ন পূরণে একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান এবং স্বাগত বক্তৃতা করেন সহকারী অধ্যাপক নাসিমা আক্তার। শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা সকল শ্রেণিতে মেধা তালিকায় স্থান পাওয়া কৃতী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply