দাকোপ(খুলনা) প্রতিনিধি :: খুলনার দাকোপে ৩দিন ব্যাপি ক্লাইমেট স্মাট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ক্লাইমেট স্মাট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছেন। মঙ্গলবার ( ২৮ জানুয়ারী) বেলা ১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে ও উপ সহকারি কৃষি কর্মকর্তা রিনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত মেলার উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (সরেজমিন উইং) কৃষিবিদ রওশন আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) কৃষিবিদ আব্দুস সামাদ, উপজেলা সহকারি কমিশনার ভূমি জুবায়ের জাহাঙ্গীর, প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। অন্যানের মধ্যে বক্তৃতা করেন উপ সহকারি কৃষি কর্মকর্তা সেলিম রেজা, প্রেস ক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, কৃষক গোবিন্দ বিশ্বাস, মলিনা রায় প্রমুখ।
Leave a Reply