মনির হোসেন:: টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ড ও র্যাব এর যৌথ অভিযানে ১ লক্ষ ৬০ হাজার ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারী আটক করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ১ ফেব্রুয়ারি শনিবার শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া এলাকা দিয়ে একটি বড় ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ১১ টায় বিসিজি আউটপোস্ট শাহপরী ও র্যাব-১৫ সিপিসি-১ কর্তৃক শাহপরী দ্বীপ পশ্চিমপাড়া সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড টহল দল কর্তৃক বোটটিকে থামার জন্য সংকেত প্রদান করা হয়। কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে বোটে অবস্থানরত ৫ জন ইয়াবা পাচারকারী সমুদ্রে লাফ দেয়। কোস্টগার্ড আভিযানিক দল ২ জন ইয়াবা পাচারকারীকে সমুদ্র হতে উদ্ধার করতে সক্ষম হয় এবং বাকি ৩ জন শাহপরী দ্বীপ, বেরিবাঁধ এলাকা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে, তল্লাশি চালিয়ে উক্ত বোট থেকে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত ২ জন পাচারকারী হতে আব্দুস সবি (৫০), পানিতে ডুবে গিয়েছিল। টানা ১৫ মিনিট উদ্ধার অভিযান শেষে উক্ত মাদক কারবারিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে, তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। কর্তব্যরত চিকিৎসক উক্ত পাচারকারীকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা প্রদান সত্বেও ১০ মিনিট পর তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও বর্ণিত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply