মনির হোসেন:: বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানে অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১২ ফেব্রুয়ারি বুধবার কোস্টগার্ড পূর্ব জোন, বাংলাদেশ নৌবাহিনী এবং পুলিশ এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে মহেশখালী হতে হেদায়েত উল্লাহ (৩৬), সন্দ্বীপ হতে জহির উদ্দিন (৪২) ও রাজিব (৪০) এবং চট্টগ্রামের আনোয়ারা হতে জামাল হোসেন (৩৮) কে ১টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। জানা যায় উক্ত অভিযানে আটককৃত সকলেই আওয়ামীলীগ ও যুবলীগ এর নেতাকর্মী। তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণে জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply