1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
একসঙ্গে দেখা গেল পলাতক সাবেক ৪ মন্ত্রীকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর জঙ্গি সমস্যার উত্থান হয়নি-স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ উখিয়ায় নৌবাহিনীর অভিযানে ক্রিস্টাল ম্যাথ ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক দিঘলিয়ায় ১০ দলীয় ঈদ স্পেশাল ক্রিকেট লীগ সিজন ৪ স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০০০ ছাড়াল ঈদের নামাজ পড়তে দেয়া হয়নি ইমরান খানকে প্রেস উইংয়ের প্রতিবাদ বাংলাদেশ নিয়ে নিউইয়র্ক টাইমসের ‘বিভ্রান্তিকর ও একপক্ষীয়’ প্রতিবেদন এপ্রিলে তাপমাত্রা ছাড়াতে পারে ৪০ ডিগ্রি, ঘূর্ণিঝড়ের শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড

দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির ত্রি-বাষিক সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম:: দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় খুলনা সার্কিট হাউস মাঠে এ সম্মেলনের উদ্ধোধন করা হয়।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্ধোধন করেন। এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয়, দলীয় ও অংগ সংগঠনের পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। দ্বি-বার্ষিক এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির আহবায়ক এস এম শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন। দ্বি-বার্ষিক এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার সম্পদ লুট করে, দেশকে ধ্বংস করে তারপর পালিয়েছে। ধ্বংস করেছে গণতন্ত্র আর মানুষকে বঞ্চিত করেছে তার ভোটাধিকার থেকে। তাই যেকোনো মূল্যে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, যে কোনভাবে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।
বেলা সাড়ে ৩টায় জেলা স্টেডিয়ামের জিমনেশিয়াম ভবনে দ্বিতীয় অধিবশেনে পাঁচটি থানা কমিটির ৫০৫ জন কাউন্সিলরের ভোট দিয়ে তারদের নেতা নির্বাচিত করেন। এতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে প্রার্থী হয়েছিলেন ১২ জন।

খুলনা মহানগর বিএনপি’র ত্রি-বাষিক সম্মেলনে সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন নির্বাচিত হয়।
উল্লেখ্য এর আগে খুলনা মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালের ২৩ নভেম্বর। ২০২১ সালের ৯ ডিসেম্বর মহানগর বিএনপির ৩ সদস্যের আহ্বায়ক কমিটি এবং পরে ২০২২ সালের ১ মার্চ ৭১ সদস্যের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠিত হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews