1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
একসঙ্গে দেখা গেল পলাতক সাবেক ৪ মন্ত্রীকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর জঙ্গি সমস্যার উত্থান হয়নি-স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ উখিয়ায় নৌবাহিনীর অভিযানে ক্রিস্টাল ম্যাথ ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক দিঘলিয়ায় ১০ দলীয় ঈদ স্পেশাল ক্রিকেট লীগ সিজন ৪ স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০০০ ছাড়াল ঈদের নামাজ পড়তে দেয়া হয়নি ইমরান খানকে প্রেস উইংয়ের প্রতিবাদ বাংলাদেশ নিয়ে নিউইয়র্ক টাইমসের ‘বিভ্রান্তিকর ও একপক্ষীয়’ প্রতিবেদন এপ্রিলে তাপমাত্রা ছাড়াতে পারে ৪০ ডিগ্রি, ঘূর্ণিঝড়ের শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড

জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: তরুণ নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ করেছে।

নতুন দলের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মো. নাহিদ ইসলাম, যিনি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন।

দলে সদস্য সচিব হয়েছেন আখতার হোসেন, যিনি আগে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শুক্রবার সন্ধ্যা ছয়টার পর নতুন রাজনৈতিক দল এবং এর আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করেন শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, সামান্তা শারমিন ও আখতার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় দলীয় বিভিন্ন পদে নাম ঘোষণা করেন আখতার হোসেন। তিনি জানান, নতুন দলের প্রধান সমন্বয়কারী হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম, যুগ্ম সমন্বয়ক হিসেবে আবদুল হান্নান মাসউদ এবং দপ্তর সম্পাদক হিসেবে সালেহ উদ্দিন সিফাত দায়িত্ব পেয়েছেন। অন্যান্য পদে কারা থাকবেন, সেই তালিকা পরে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে।

এ অনুষ্ঠানটি শুরু হয় মানিক মিয়া অ্যাভিনিউতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়, এরপর জাতীয় সংগীত গাওয়া হয়। অনুষ্ঠানে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের আনমন্ত্রিত নেতারা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলগুলোর নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা জড়ো হন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার আন্দোলন থেকে দুটি সংগঠন, ‘জাতীয় নাগরিক কমিটি’ ও ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’, গড়ে ওঠে। এই দুই সংগঠনের উদ্যোগে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক দল “জাতীয় নাগরিক পার্টি”, যা আজকের অনুষ্ঠানে আত্মপ্রকাশ করল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews