মনির হোসেন:: রাজবাড়ী যমুনা নদীতে বাল্কহেড ও লাইটার জাহাজ থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড।
আটককৃত চাঁদাবাজরা হলেন মোঃ লিটন মোল্লা (৩২), রফিক (৩৩), ইমরান মোল্লা (৩৩), সোহেল বেপারী (৩২), সুমন দাস (৪০) এবং সোহাব শেখ (৪২)। এরা সবাই রাজবাড়ীর গোয়ালন্দ এলাকার বাসিন্দা।
১১ মার্চ মঙ্গলবার রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, রাজবাড়ী যমুনা নদীতে চলাচলরত বাল্কহেড ও লাইটার জাহাজ থেকে একদল দুষ্কৃতিকারী দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে আজ ১১ মার্চ ২০২৫ তারিখ সোমবার দুপুর ১ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি অস্থায়ী কন্টিনজেন্ট পাটুরিয়া কর্তৃক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) এর উপস্থিতিতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কলাবাগান চর সংলগ্ন যমুনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন যমুনা নদীতে বাল্কহেড ও লাইটার জাহাজ থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে ৬ জন চাঁদাবাজকে আটক করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আটককৃত ৬ জনকে এক লক্ষ টাকা জরিমানা করে দৌলতদিয়া নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দেশের শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখা এবং চাঁদাবাজি প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply