(পাবনা জেলা) প্রতিনিধি:: পাবনার সাঁথিয়ায় চাঁদা না দেয়ায় ইমন গ্যাস ট্রেডার্স নামে প্রতিষ্ঠানের মালিক ইমনকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইমন বাদী হয়ে পৌরসভাধীন ফকির পাড়া গ্রামের কদ্দুসের ছেলে আজিজল (৩৫) ও রমজানের ছেলে শামিম (৩৪)
এর বিরুদ্ধে সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (১৬ মার্চ) ইফতারের পূর্ব মূহুর্তে বিকেল সাড়ে ৫ টার দিকে সাঁথিয়া বাজারে শিমুল তলা নামক স্থানে ইমন গ্যাস ট্রেডার্স ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে এসে ইমনের নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করলে ইমনকে কিল, ঘুষি ও মারধর করে। এ
ঘটনার সিসিটিভি ফুটেজ থানায় জমা দেন ইমন। সিসিটিভি ফুটেছে দেখা গেছে ইমন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে তার বাচ্চাকে মটরসাইকেলে করে যাওয়ার সময় আজিজল তাকে থামিয়ে দেয়। এ সময় আজিজলে হোন্ডার
পিছনে একজনকে দেখা যাচ্ছে। কিছুক্ষণ তর্কাতর্কির এক পর্যায়ে ইমনকে
কিল-ঘুষি মারতে দেখা যায়। ইমন জানায় এই ব্যক্তিরা এর পূর্বেও তার নিকট চাঁদা দাবী করে আসছিলো।
এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে
Leave a Reply