1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

ইঞ্জিন বিকল ফিশিং ট্রলারসহ ৮ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড

  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

মনির হোসেন:: ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা এমভি মালেক শাহ নামের ফিশিং ট্রলারসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (২২ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৬ মার্চ ২০২৫ তারিখ রবিবার ‘এম ভি মালেক শাহ’ নামক ফিশিং বোট চট্টগ্রামের বাঁশখালী এলাকা হতে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। উক্ত দিন রাত ০৯ টা হতে ইঞ্জিন এর শ্যাফট ও প্রোপেলার ভেঙ্গে গিয়ে বোটটি নিয়ন্ত্রনহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে।

গত ২১ মার্চ ২০২৫ তারিখ সন্ধ্যা ৬ টায় বোটটি মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা বাংলাদেশ কোস্ট গার্ড এর শরণাপন্ন হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমুদ্রে টহলরত কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ জাহাজ বিসিজিএস তানভীর উক্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে অদ্য মধ্যরাত সাড়ে ১২ টায় ৮ জন জেলেসহ বিকল হওয়া বোটটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত ৬ দিন ধরে ভাসমান জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। পাশাপাশি, ফিশিং বোট মালিকপক্ষের সাথে যোগাযোগ করে বোট সহ জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews