বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে জুলাই-আগস্টে নিহত ও আহতদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে আজ রবিবার (২৩ মার্চ) বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, জামায়াত নেতা নূরুল হক, বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,যশোর জেলা ছাত্র সমন্বকের আহ্বায়ক রাশেদ খান, বেনাপোল ছাত্র সমন্বয়কের আহ্বায়ক গালিব হোসেন সহ আরও অনেকে।
ইফতার মাহফিলে পৌরসভার সব এতিমখানা শিক্ষার্থীরা এবং আন্দোলনের সাথে সম্পৃক্ত উপজেলার সর্বস্তরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, জুলাই-আগস্টের বাংলাদেশের ট্রাজেডি একটি অনন্য দৃষ্টান্ত রেখে গেছে। বিগত সরকারকে বিতাড়িত করে গণমানুষের ইচ্ছার প্রতিফলন ঘটাতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সংস্কার রূপরেখায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামীতে বাংলাদেশে আর ফ্যাসিস্ট সরকারের কোনো স্থান হবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে। এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারা যেন কোনভাবে মাথা তুলে দাঁড়াতে না পারে।
পরে দেশ ও জাতির কল্যাণে এবং জুলাই-আগস্টে আহত-নিহতদের স্মরণে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply