বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, কেয়ারটেকার ফিল্ড সুপার ভাইজার সহ সকল জনবল ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করছেন শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ।
রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বাগেরহাট খুলনা মহাসড়কে বাগেরহাট কোর্ট চত্বরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল করে প্রধান উপদেষ্টা বারবর বাগেরহাট জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের বাগেরহাট জেলা সভাপতি মাওলানা বশিরউদ্দিন, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক মাওলানা মো: মশিয়ার রহমান, মোংলা উপজেলা প্রতিনিধি হাফেজ মাওলানা মহিবুল্লাহ, রামপাল উপজেলা প্রতিনিধি মাওলানা জাহিদুল ইসলাম, কচুয়া উপজেলা প্রতিনিধি মাওলানা আঃ কুদ্দুস প্রমুখ।
মানববন্ধন বক্তারা বলেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে প্রায় ৭৪ হাজার শিক্ষক চাকরি করেন। যেখানে ২৪ লক্ষ শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে। আমরা এই তিনমাস বেতন পাইনা। আমরা মাত্র ৫ হাজার টাকা বেতন নিয়ে সংসার চালায় কিন্তু এই তিনমাস বেতন না পেয়ে দূর্বিষহ জীবন অতিক্রম করছি। আমরা চাই ঈদের আগে আমাদের বেতন ও বোনাস সরকার যেন পরিশোধ করেন।
তারা আরো বলেন, আমাদের প্রকল্পটি আউটসোর্সিং এর আওতায় নেওয়া হয়েছে অনতিবিলম্ব এটা বাতিল করে রাজস্বভূক্ত করতে হবে।সকল জনবলকে স্কেল ভূক্ত করার সাথে সাথে বেতন বৃদ্ধির দাবি জানান তারা।
মানববন্ধন শেষে বাগেরহাট খুলনা সড়কে এক বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভ মিছিল শেষে প্রধান উপদেষ্টা বরাবর বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।