বেনাপোল প্রতিনিধি:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোরের শার্শা উপজেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকেলে শার্শা উপজেলা শাখার নাভারন ট্রাস্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামীর শার্শা উপজেলা আমীর উপাধ্যক্ষ ফারুক হাসানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের যশোর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা হাবীবুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, প্রচার সম্পাদক মকবুল হোসাইন, শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, উপজেলা শাখার যুব সভাপতি আবুল কালাম আজাদ।
এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আলোচনা করেন, শার্শা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আহমেদ আলী শাহিন,সাংবাদিক মশিয়ার রহমান, মনিরুল ইসলাম মনি, হাবিবুর রহমান নাসির সহ আরও অনেকে।
ইফতারপূর্ব দোয়ায় দেশ ও জাতির মুক্তি চেয়ে দোয়া করা হয়। অনুষ্ঠানে বেনাপোল ও শার্শা ও বাগআঁচড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন পত্রিকার সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply