1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শিশুকে দেখতে সিএমএইচ গেলেন নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট বাগেরহাটে সিম কোম্পানির কর্মীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩ দাকোপে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র বোমা মাদকসহ ৫ সন্ত্রাসী আটক এপ্রিলে তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রিতে বিমসটেক ইয়ং জেন ফোরামে বক্তব্য দিলেন প্রধান উপদেষ্টা টেকনাফে কোস্টগার্ড র‍্যাবের যৌথ অভিযানে ১ লাখ ইয়াবা জব্দ খুলনায় ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ২ নিজস্ব প্রতিবেদক টেকনাফে নৌবাহিনী কোস্টগার্ডের যৌথ অভিযানে অস্ত্র গুলি নগদ টাকা উদ্ধার শার্শায় সড়ক দূর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু

খুলনা সিটি কর্পোরেশনে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনে, সরকার কর্তৃক গঠিত কমিটির এক সভা মঙ্গলবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক মো: ফিরোজ সরকার। কেসিসি’র সার্বিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারার ২৫ (ক) (২) এর আলোকে সরকার কর্তৃক এ কমিটি গঠন করা হয়।
সভায় মহানগরীর জলাশয় সংরক্ষণের জন্য ল্যান্ডস্কেপিং ও ফোকাল পয়েন্ট নির্ধারণ; উন্নয়ন প্রকল্পের সার্ভে ডিজাইন প্রণয়নে খুলনা বিশ^বিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এবং খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ/ডিসিপ্লিনকে সম্পৃক্তকরণ; আলুতলা ও লবনচরায় স্লুইচগেট ও পাম্প হাউজ স্থাপনে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর; ডাকবাংলোর মোড়ে কেসিসি’র অংশের জায়গায় অস্থায়ী বন্দোবস্ত নবায়ন, ক্লে রোডের পশ্চিম পাশের্^র মার্কেটের একতলা অংশ উর্দ্ধমুখী সম্প্রসারণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় ২২টি মোড় আধুনিকায়ন কাজ এস্টিমেট মূল্যের মধ্যে সীমাবদ্ধ রেখে সংশোধনসহ নগরীর বিভিন্ন সড়ক ও ড্রেনের চলমান কাজ গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
কেসিসি প্রশাসক সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দিয়ে বলেন, সেবামূলক এ প্রতিষ্ঠানের প্রতিটি কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ঈদ-উল-ফিতরকে সামনে রেখে তিনি মশক নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন এবং দায়িত্ব পালনে কারো বিরুদ্ধে অবহেলার অভিযোগ পেলে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে বলে উল্লেখ করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা আক্তার বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান সহ খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা ওয়াসা, বিটিসিএল, বন বিভাগ, বিআইডব্লিউটিএ, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-খুলনার প্রতিনিধি এবং কেসিসি’র ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews