বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী মানিকিয়া গ্রাম থেকে দুই মন ১৬ কেজি গাঁজা সহ সবুজ হোসেন মুন্না (৩৫) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর র্যাব-৬ এর সদস্যরা।
আজ বুধবার (২৬ মার্চ) র্যাব – ৬ এর সদস্যরা ভোরে আটক আসামীর বাড়িতে অভিযান চালিয়ে গাঁজার এ চালানটি আটক করেন। আটক সবুজ হোসেন মুন্না বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামের মিনাজুলের ছেলে।
র্যাব জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৬, যশোর ক্যাম্প জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। বিষয়টি জানতে পেরে র্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশীসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ ভোরে র্যাব যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জনৈক মোঃ মিনাজুলের বাড়িতে মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় এর উদ্দেশ্যে মজুদ করেছে। তাৎক্ষণিক আভিযানিক দলটি ওই বাড়িতে পৌঁছালে একজন ব্যক্তি কৌশলে বাড়ি থেকে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে র্যাব সদস্যরা সবুজ হোসেন মুন্নাকে আটক করে। তারই দেওয়া তথ্যে বাড়ির পেছনের পাঁকা রান্নাঘরের ভেতর টিনের ড্রামে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় দুই মন ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৯ লাখ ২০ বিশ হাজার টাকা।
যশোর র্যাব – ৬,এর স্কোয়াড্রন লিডার কোম্পানী অধিনায়ক মোঃ রাসেল দুই মন ১৬ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক আইনে মামলা দিয়ে আটক মাদক কারবারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply