মনির হোসেন:: ভোলার চর মোজাম্মেল হতে দুর্ধর্ষ ডাকাত সালাউদ্দিন বাহিনীর ৫ জন সক্রিয় সদস্যকে ৭টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ডস গোলা এবং ৪টি রকেট ফ্লেয়ারসহ আটক করেছে কোস্টগার্ড।
আটককৃতরা হলেন-মোঃ হারুন দফাদার (৫০),মোঃ রুবেল (২৬), মোঃ কবির মাঝি (৪৭), মোঃ ইউনুস (৩৬) এবং
মোঃ ফেরদৌস ওরফে হেজু (৪০)। এরা সকলেই ভোলার তজুমুদ্দিন উপজেলাধীন চর মোজাম্মেল এলাকার বাসিন্দা।
২৭ মার্চ বৃহস্পতিবার বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মার্চ বৃহস্পতিবার মধ্যরাত সাড়ে ১২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার তজুমুদ্দিন উপজেলাধীন চর মোজাম্মেল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে দুর্ধর্ষ ডাকাত সালাউদ্দিন বাহিনীর ৫ জন সক্রিয় সদস্যকে ৭টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ডস গোলা এবং ৪টি রকেট ফ্লেয়ার সহ আটক করা হয়। তিনি আরও বলেন, আটককৃত ডাকাত ও জব্দকৃত অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তজুমুদ্দিন মডেল থানায় হস্তান্তর করা হয়।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Leave a Reply