মোঃ শাহীন হোসেন:: সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটে পালন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ ।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো আলোচনাসভা, শিক্ষার্থীদের বক্তব্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন।উপাধ্যক্ষ মো: মাইনুল আহসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইলেক্ট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সট্রাক্টর পলি রানী দাস,নন টেকনোলোজি বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সট্রাক্টর রেজাউল হক ও মো. আমিনুল ইসলাম, নিমাই চন্দ্র সরদার,কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর গৌতম কুমার ধর,ও আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সট্রাক্টর মো: সাইফুল ইসলাম, সিভিল বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর মৌসুমি আক্তার।
এছাড়া সকল বিভাগের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বাঙালির স্বাধীনতার সংগ্রাম ও আত্মত্যাগের কথা যা পৃথিবীর ইতিহাসে একেবারেই অনন্য বলে মন্তব্য করেন।
শেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদানের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শেষ হয়।
Leave a Reply