1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

শার্শার নাভারন কলেজে বিএনপির ইফতার মাহফিল

  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে
Oplus_131072

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার নাভারন ডিগ্রি কলেজের সভাপতি এবং শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেছেন, ক্ষমতায় থাকা কালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবাইদুল কাদের সাহেব ঘোষণা করে বলেছিলেন যদি কোন সময় আমাদের ক্ষমতা চলে যায় এবং বিএনপি ভাল পজিশনে আসে তাহলে এক রাতেই বিএনপি আওয়ামীলীগের লক্ষ লক্ষ লোকের মেরে ফেলবে। কিন্তু সেটা ভুল প্রমানিত হয়েছে। বিএনপি ক্ষমতায় না থাকলে ভাল পজিশনে আসে। ৫ আগষ্টের পর থেকে বিএনপির দ্বারা একটি লোক ও মারা যায়নি। বিএনপি হত্যার রাজনীতি করেনা।

শনিবার (২৯ মার্চ) বিকালে শার্শার নাভারণ ডিগ্রি কলেজে শার্শা উপজেলা বিএনপির সভাপতি এবং কলেজের সভাপতি আবুল হাসান জহিরের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল ইসলাম, বিএনপির উপজেলা সহ-আহম্মদ আলী শাহিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews