1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

মায়ানমারে পাচারকালে তৈরী পোশাক ইলেকট্রনিক পণ্যসহ আটক ৬

  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কক্সবাজার হতে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমান সিমেন্ট, ইলেকট্রনিক ও তৈরি পোষাক সামগ্রীসহ ০৬ জনকে আটক করেছে কোস্টগার্ড।

আটককৃত পাচারকারীরা হলেন-সাইদুল হক (২৩),জয়নাল (২২), মোহাম্মদ বেলাল (২১), হোসেন (সাদ্দাম), (২৮), মোহাম্মদ নাজিম (২০), মোহাম্মদ কামাল (৩৮)। এরা সকলেই কক্সবাজারের বাসিন্দা।

সোমবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের মহেশখালী থানাধীন সোনাদিয়া দ্বীপ হতে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট যোগে বিপুল পরিমাণ সিমেন্ট, ইলেকট্রনিক ও তৈরি পোষাক সামগ্রী নাফ নদীর মোহনা হয়ে মায়ানমারে পাচার করা হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৩১ মার্চ সোমবার মধ্যরাত ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন হাবিবছড়া সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে কাঠের বোটে মায়ানমারে চোরাচালানকালে ৬০০ বস্তা সিমেন্ট, ৬০০ টি মোবাইল চার্জার, ৬০টি পকেট রাউটার, ২৫টি বিভিন্ন ব্র্যান্ডের ব্লুটুথ ইয়ারফোন, ১০ টি মোটর সাইকেল ব্যাটারি, ৫৬০ কেজি ওয়েল্ডিং রড, ৩৯৫ লিটার পেইন্ট, ২৮৬ টি পোষাক ও ১৬ রোল তেরপলসহ ৬ জন পাঁচারকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত বোট, সকল মালামাল এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews