1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
ফিলিস্তিনের পক্ষে মিছিল, ৫ বাংলাদেশিসহ যুক্তরাষ্ট্রে ৪০০’র বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল গাজায় গণহত্যার তীব্র নিন্দা বাংলাদেশের খুলনার দিঘলিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক গাজায় ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের স্পট কোটেশনে রুপসা ঘাটের ইজারাদার শেখ আকবর আলী খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত সুন্দরবনে কোস্টগার্ড দেখে পালিয়ে গেল দস্যুরা, দেশীয় অস্ত্র উদ্ধার ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হত্যার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রতিনিধি দলের সাথে কেসিসি কর্মকর্তাদের সভা

  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক (কেএফডব্লিউ) এর প্রতিনিধি দলের সাথে কেসিসি কর্মকর্তাদের এক প্রারম্ভিক আলোচনা সভা রবিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। সভায় প্রকল্প বাস্তবায়নের বিষয়ে গৃহীত কর্মপরিকল্পনা ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।
উল্লেখ্য, জার্মান ভিত্তিক দাতা সংস্থা কেএফডব্লিউ এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এ প্রকল্পের আওতায় কেডিএ বাইপাস রোড, দৌলতপুর থেকে শহর রক্ষা বাঁধ নির্মাণ, আলুতলা ও লবনচরায় স্লইচগেট নির্মাণসহ পাম্প হাউজ স্থাপন, নগরীতে বিদ্যমান ২৩টি পুকুর সংস্কার ও পাড় বাঁধাই, নিরালা ও বাস্তুহারা খালের পাড় বাঁধাই, রূপসা রিভার ভিউপার্ক নির্মাণ ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এতদাঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব বিবেচনায় রেখে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণের বিষয়ে সর্বাধিক গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে বলে সভায় জানানো হয়। এছাড়া প্রকল্পের টেকসই নিশ্চিতকল্পে সম্ভব সব ধরণের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।
কেএফডব্লিউ’র টীম লিডার ড. অসিত মোহান্তি, প্রতিনিধি লুকাস মার্স, পিটার রুনি ও তৌহিদুর রহমান, কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আনিচুজ্জামান ও শেখ মো: মাদুস করিম, আর্কিটেক্ট রেজবিনা খানম, ক্লাইমেট চেঞ্জ এ্যাডাপটেড আরবান ডেভেলপমেন্ট (সিসিএইউডি)-এর ডেপুটি টীম লিডার মো: আব্দুল মান্নান, প্রোকিউরমেন্ট স্পেশালিস্ট প্রকৌশলী মো: আজিজুর রহমান, ড্রেনেজ প্রকৌশলী মো: দরিব উদ্দিন, স্ট্রাকচারাল প্রকৌশলী মো: আসাদুজ্জামান, জিআইএস অফিসার ফেরদাউস হুসাইন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন”। পরে প্রতিনিধি দলের সদস্যগণ প্রকল্প বাস্তবায়নের স্থানসমূহ সরেজমিন পরিদর্শন করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews