মোঃ আলমগীর হোসেন (পাবনা জেলা) প্রতিণিধি:: উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক মা ও শিশু কল্যান কেন্দগুলোর মাধ্যমে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতেও স্বাস্থ্য সেবা পেয়েছে অসহায় মানুষ। সাঁথিয়া উপজেলায় ৩টি মা ও শিশু কল্যান কেন্দ্রে ,৮টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিকল্পনা কেন্দ্র, ৩৯টি কমিউনিটি ক্লিনিক ও ৬০টি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা চালু ছিল ঈদের ছুটিতেও। কাশিনাথপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র থেকে মানুষ প্রসব সেবা, প্রসবোত্তর সেবা সহ কিশোর কিশোরী সেবা নিয়ে থাকেন। নাগডেমড়া ইউনিয়নের বড় পাথালিয়াহাটের প্রসূতি রিতা (২০) জানান, ”ঈদের দু’দিন আগে নাগডেমরা মা ও শিশু কল্যান কেন্দ্রে আমার সন্তান প্রসব করে। আমরা উভয়ে সুস্থ আছি।”
হাড়িয়া গ্রামের বাসিন্দা ফাতেমা খাতুন (৩০) জানান, এ কেন্দ্র থেকে সেবা নিয়ে আমার কন্যা সন্তানের জন্ম হয়েছে।” উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার পাল জানান, সকল ক্লিনিক কেন্দ্রের মাধ্যমে মা-শিশু ও কিশোরÑকিশোরীদের স্বাস্থ্য সেবা ত্বরান্বিত করার লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
Leave a Reply