মোঃ জাহিদুল ইসলাম :: খুলনা নদী বন্দর বিআইডব্লিউটিএ নিয়ন্ত্রণাধীন রূপসা ফেরিঘাট পয়েন্ট থেকে ৬ মে ২০২৫ তারিখ পর্যন্ত ৩০ দিনের জন্য যাত্রী ও মালামালের শুল্ক চার্জ আদায়ের অনুমোদন পেলেন ইজারাদার শেখ আলী আকবর।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ডিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালকের দপ্তরের বিআইডব্লিউটিএ খুলনা এর বন্দর ও পরিবহন বিভাগের উপ-পরিচালক মোহাঃ মাসুদ পারভেজ স্বাক্ষরিত বন্ধুর পরিবহন বিভাগ ঢাকা প্রধান দপ্তরের স্বারক নং- ১৮.১১. ০০০০. ০৬৩. ০৬. ০০০. ১৬ (সীমানা বর্ধিতকরণ, খুলনা/১৯৭, তারিখ ৩/২/২০২৫ ) এর এক প্রজ্ঞাপনে জানা গেছে, কর্তৃপক্ষের অনুমোদিত হারে যাত্রীয় মালামালের শিল্প চার্জ আদায়ের নিমিত্তে দাখিলকৃত কোটেশনে উদ্বুত দর সর্বোচ্চ হাওয়ায় ইজারা নীতিমালার ৩৩ (খ) এর অনুচ্ছেদ অনুযায়ী কমিটি কর্তৃক গৃহীত হয়। এতে অফারকৃত দরের সমুদয় স্পট কোটেশনের ইজারামূল্য বাবদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ইজারাদার মূল্যের উপর ১০ ভাগ আয়কর বাবদ ১৫ হাজার টাকা এবং ১৫% ভ্যাট বাবদ ২২ হাজার ৫০০ টাকা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের অনুকূলে পরিশোধ করায় ৭ এপ্রিল ২০২৫ তারিখ থেকে ৬ মে ২০২৫ তারিখ পর্যন্ত ৩০ দিনের জন্য রুপসা খেয়াঘাট থেকে শুল্ক চার্জ আদায়ের অনুমোদন পায় ।
Leave a Reply