1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পুতিনের একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার মোংলায় ২০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড পশ্চিম জোন বটিয়াঘাটায় সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ভোলায় কোস্টগার্ডের চিকিৎসা সহায়তা পেল ৩৬০ অসহায় মানুষ খুলনা পাবলিক কলেজে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ-১৪৩২ উদযাপন বাগেরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান খুলনা নগরীর বিভিন্ন সড়কের নির্মাণ-সৌন্দর্যবর্ধন কাজের গতি আনতে সভা অনুষ্ঠিত ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাস

খুলনায় ‘‘ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক নগর’’ বিনির্মাণে অংশীজনদের মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার বলেছেন, সাম্য ও জনঅন্তর্ভুক্তিমূলক নগর গঠনে সকল ক্ষেত্রে দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। এককভাবে চিন্তা না করে সার্বিক কল্যাণের বিষয়ে গুরুত্ব দিয়ে প্রশাসন ও জনগণ পরস্পর পরস্পরকে সহযোগিতা করার মনোভাব গড়ে তুলতে হবে। নাগরিক সচেতনতা এবং আইনের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমেই একটি সাম্য ও জনঅন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তোলা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
কেসিসি প্রশাসক বুধবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে ‘‘ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক নগর’’ বিনির্মাণে অংশীজনদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা মহানগরীকে একটি ন্যায়সঙ্গত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বেসরকারি সংস্থা ‘ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট ’ এবং ‘সিয়াম’ যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।
সকলের জন্য নিরাপদ, সকল সেবামূলক কার্যক্রম এবং অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে জনআকাঙ্খা অন্তর্ভুক্ত, পাশাপাশি বসবাসের জন্য সকল লিঙ্গের মানুষের মধ্যে বন্ধুভাবাপন্ন মনোভাব তৈরী এবং নগর উন্নয়নের সিদ্ধান্তে সকলের মতামতের প্রতিফলন ঘটানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সভায় বক্তারা বলেন, খুলনা দেশের তৃতীয় বৃহত্তম নগরী। পদ্মা সেতু চালু হওয়ার ফলে এ অঞ্চলে আবারও শিল্পোন্নয়নের বিপুল সম্ভাবনা সৃষ্টি হয়েছে যা নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। ফলে রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব বিবেচনায় রেখে আমাদের এমন একটি শহর গড়ে তুলতে হবে যা নগরবাসীর জন্য হবে নিরাপদ, পরিবেশ-বান্ধব ও অন্তর্ভুক্তিমূলক। তারা আরো বলেন, মতবিনিময় নয়, এখন সময় মত বাস্তবায়নের। সে লক্ষ্যে বক্তারা পুকুর ভরাট বন্ধ, জলাধার আইন বাস্তবায়ন, বিশুদ্ধ পানির সরবরাহ, রাজনৈতিক সদিচ্ছা তৈরি, অবৈধ যান নিয়ন্ত্রণ ও শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ডাব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত আলোচক হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মিলন শাহা, খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার ত. ম. রোকনুজ্জামান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মুনতাসীর মামুন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুল হক, কুয়েটের সহকারী অধ্যাপক তুষার কান্তি ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মাসুদুর রহমান। সভা পরিচালনা করেন সিয়াম-এর নির্বাহী পরিচালক এডভোকেট মাসুম বিল্লাহ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাব্লিউবিবি ট্রাস্টের স্বাস্থ্য অধিকার বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দা অনন্যা রহমান। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহীন আক্তার পারভিন, বেলা-খুলনার বিভাগীয় প্রধান মাহফুজুর রহমান মুকুল, নাগরিক নেতা সৈয়দ আলী হাকিম, পিডাব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লিয়াকত হোসেন, গণমাধ্যমকর্মী মো: হেদায়েত হোসেন মোল্লা, পরিবেশ ও স্বাস্থ্য কর্মী কাজী মোহাম্মদ হাসিবুল হক ও ছাত্র গাজী মিকাইল।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews