দাকোপ প্রতিনিধি:: দাকোপে উপজেলা পানি ব্যবস্থাপনা কমিটির মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ ও পানি ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং উত্তরন সিইজিআইএস,আইডাব্লুউএম পিপিলস পোল্ডার প্রকল্পের সহযোগীতায় বুধবার সকাল ১০ উপজেলা কৃষি প্রশক্ষিণ হল রুমে উপজেলা পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যক্ষ দিবাকর মন্ডলের সভাপতিত্বে সভায় অতিথির বক্তৃতা করেন পানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, ইন্ডিপেন্ডেন্ট প্রোসেস ফ্যাসিলিটেটর মাহফুজ আহমেদ, উপজেলা পানি ব্যবস্থাপনা কমিটি সাধারণ সম্পাদক আব্দুল বারিক সরদার, উত্তরনের এরিয়া ম্যানেজার মোঃ সেলিম স্বপন, পরামর্শক অধ্যাপক হাশেম আলী ফকির, ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন, আয়ুব আলী কাজী, মোঃ মামুনুর রশিদ, সাংবাদিক মোঃ শিপন ভূঁইয়া, প্রকল্পের ইএফ সুব্রত অধিকারী, ইউপি সদস্য কোহিনুর বেগম, রাসেদুল ইসলাম বাবু, হানজালা শেখ প্রমুখ।