মনির হোসেন:: বরগুনার সকিনার মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া ৪টি ফিশিং ট্রলারসহ ৬৭ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২ এপ্রিল বরগুনা জেলার পাথরঘাটা হতে ৪টি ফিশিং ট্রলার (এম ভি তারেক, আব্দুল্লাহ তুফান, এম ভি মা এবং জুনায়েদ ইসলাম) ৬৭ জন জেলেসহ মাছ শিকারে উদ্দেশ্যে গভীর সমুদ্রে গমন করে। অতঃপর গত ৯ এপ্রিল আনুমানিক রাত ১১ টায় বরগুনার তালতলী উপজেলাধীন সকিনার মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুরা ট্রলারসমূহে আক্রমণ করে। এতে ২ জন জেলে গুলিবিদ্ধ হয় এবং প্রস্থানের আগে জলদস্যুরা ট্রলার সমূহের ইঞ্জিন বিকল করে দিয়ে যায়। পরবর্তীতে ১০ এপ্রিল দুপুর ১২ টায় ট্রলার মালিক সেলিম চৌধুরী বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা এর ১টি উদ্ধারকারী দল অতি দ্রুত উক্ত এলাকায় গমন করে এবং ৪টি ফিশিং ট্রলারসহ ৬৭ জন জেলেকে জীবিত উদ্ধার করে বিসিজি স্টেশন পাথরঘাটায় নিয়ে আসে।
উদ্ধারকৃত জেলেদের মধ্যে ২৭ জন আহত জেলেকে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয় এবং বাকিদের বোটসহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Leave a Reply