নিজস্ব প্রতিবেদক:: বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে আয়োজিত বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা শেষ হয়েছে।
সোমবার সকাল ৯টায় চারুকলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ঘুরে পুনরায় ১০টা ৩০ মিনিটে চারুকলার সামনেই এসে সমাপ্ত হয়।
এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ছাড়াও কৃষক, রিকশাচালক, নারী ফুটবলার এবং ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বর্ণাঢ্য এই শোভাযাত্রা মুখোশ, রঙিন পোস্টার, প্ল্যাকার্ড এবং ঐতিহ্যবাহী শিল্পকর্ম দিয়ে উৎসবমুখর হয়ে ওঠে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে শোভাযাত্রায় ব্যবহৃত হয় ফিলিস্তিনের পতাকা এবং প্রতীকী তরমুজের মোটিফ।
এবারের শোভাযাত্রায় মোট ২১টি শিল্পকর্ম প্রদর্শিত হয়— যার মধ্যে ছিল ৭টি বড়, ৭টি মাঝারি এবং ৭টি ছোট মোটিফ। মূল আকর্ষণ ছিল ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। এছাড়া শিল্পকর্মের মধ্যে পায়রা, মাছ, বাঘ এবং আলোচিত ‘মুগ্ধর পানির বোতল’-এর ভাস্কর্যও ছিল চোখে পড়ার মতো।
শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীরা বর্ষবরণের এই আয়োজনে সামাজিক ও রাজনৈতিক বার্তা তুলে ধরার গুরুত্বের কথা উল্লেখ করেন।
Leave a Reply