1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১২:১২ অপরাহ্ন

শোভাযাত্রায় ফ্যাসিস্টের মুখাবয়ব ও ‘পানি লাগবে পানি’ মোটিফে সবার দৃষ্টি

  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ছবি: সাহিদুল ইসলাম ভূঁইয়া
নিজস্ব প্রতিবেদক:: বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আয়োজিত বর্ষবরণের শোভাযাত্রায় রঙের ছটা ও উৎসবের আমেজে মাতোয়ারা ছিল হাজারো মানুষের অংশগ্রহণ। তবে অন্যান্য বছরের মতো আনন্দঘন পরিবেশের মধ্যেও এ বছর বিশেষভাবে নজর কেড়েছে দুটি প্রতীকী উপস্থাপনা—একটি ‘ফ্যাসিস্টের মুখাবয়ব’, অপরটি জুলাই আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে ‘পানি লাগবে পানি’ মোটিফ।

সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা ঘুরে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেয়া অনেককেই ফ্যাসিস্টের প্রতীকী মুখাবয়ব ও মুগ্ধ স্মরণে নির্মিত ‘পানি লাগবে পানি’ মোটিফের সামনে ছবি তুলতে দেখা গেছে। উল্লেখযোগ্যভাবে, আগে তৈরি করা একটি মুখাবয়ব পুড়িয়ে ফেলার পর পুনরায় ককশিট দিয়ে তৈরি করা হয়েছে নতুন মুখাবয়বটি।

নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সারাদেশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান জানান, সার্বিক নিরাপত্তার পাশাপাশি সাইবার জগতে যে কোনো ধরনের অপপ্রচার রোধে বাড়ানো হয়েছে নজরদারি এবং জোরদার করা হয়েছে সাইবার নিরাপত্তা ব্যবস্থা।

এই উৎসব যেন কেবল আনন্দের মধ্যেই সীমাবদ্ধ না থেকে হয়ে উঠেছে প্রতিবাদ, স্মরণ ও প্রতীকী বার্তার এক অনন্য মাধ্যম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews