1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
কাশ্মীরে হামলার প্রমাণ চান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ভোলায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র জাল নোটসহ তিন ডাকাত আটক বেনাপোল সীমান্ত থেকে মাদক ও ভারতীয় পন্য উদ্ধার, মাদকসহ আটক – ১ খুলনায় মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হাতিয়ায় জনগনের সহায়তায় অস্ত্রসহ ডাকাত আটক সুন্দরবনে পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানী ডুমুরিয়ার রঘুনাথপুরে তালা ভেঙে দোকান দখল স্বপন হালদারের বেনাপোল সীমান্ত থেকে মাদক ও ভারতীয় পন্য উদ্ধার, মাদকসহ আটক – ১ ভারত-পাকিস্তান ফের সংঘাতের আশঙ্কা-দ্য ইকোনমিস্টের প্রতিবেদন

ডুমুরিয়ায় কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

অরুণ দেবনাথ, ডুমুরিয়া (খুলনা )প্রতিনিধি:: ব্রি-আ/কা, সাতক্ষীরা কর্তৃক উচ্চফলনশীল হাইব্রিড জাতের বোরো ধান ব্রি হাইব্রিড ধান৮ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। (২০ এপ্রিল রবিবার ) সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গ্রামে কৃষক মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এবং ব্রির পার্টনার প্রকল্পের অর্থায়নে এই মাঠ দিবসে শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন। এ সময় কৃষকের মাঠে ব্রির মহাপরিচালক ড.মোহাম্মদ খালেকুজ্জামান স্যারের উপস্থিতিতে ফসল কর্তন করা হয়, এতে হেক্টর প্রতি ১০ টন ফলন পাওয়ার আশা করছেন কৃষকেরা। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইবনে আমিন তুহিন বলেন ব্রি হাইব্রিড ধান৮ এর ফলন খুবই ভালো এবং কৃষক পর্যায়ে দ্রুত জনপ্রিয়তা পাবে বলে আশা করেন এবং কৃষক পর্যায়ে হাইব্রিড ধান৮ এর বীজ উৎপাদনের পরামর্শ প্রদান করেন, এতে করে কৃষকরা দ্রুত সুফল পাবেন। অপরদিকে ট্রেনিং অফিসার,এই অঞ্চলের লবনাক্ততা ও জলাবদ্ধতা বিষয়টি উল্লেখপূর্বক ঘাত সহনশীলতা জাতের সম্প্রসারণ ও বেশি বেশি বীজ সরবরাহের আহ্বান জানান।এছাড়াও অনুষ্ঠানের সভাপতি ব্রি-আ/কা,সাতক্ষীরা, প্রধান ও চীফ সাইন্টিফিক অফিসার বলেন, তার কার্যালয় কৃষকদের জন্য কাজ করে যাচ্ছে ও ভবিষ্যতে কৃষকদের যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন বীজ উৎপাদনকারী শেখ মুনজুর রহমান,কৃষক জহুরুল ইসলাম । সবশেষে প্রধান অতিথি ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন- কৃ্ষকের উন্নয়নে ও ধানের উৎপাদনশীলতা বৃদ্ধিতে ব্রি কাজ করে যাচ্ছে ও যাবে,অদূর ভবিষ্যতে আরও অনেক উচ্চ ফলনশীল জাত কৃষক পর্যায়ে ছড়িয়ে দিবেন,পাশাপাশি তিনি কৃষকদের হাইব্রিড ধানের বীজ উৎপাদনের জন্য সমিতি গঠনের কথা বলেন ও এর জন্য প্রশিক্ষণের ব্যবস্থার আশ্বাস দেন,এছাড়াও কৃষকদের ধান চাষাবাদের উপর কৃষক পর্যায়ে প্রশিক্ষণ আয়োজনের জন্য ব্রি- আ/কা সাতক্ষীরার প্রধান মহোদয়কে নির্দেশনা প্রদান করেন, যাতে কৃষক সঠিকভাবে কম খরচে অধিক ফসল ঘরে তুলতে পারে।পরিশেষে কৃষকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews