মনির হোসেন:: নোয়াখালীর হাতিয়ায় ডাকাতিকালে স্থানীয় জনগণের সহায়তায় অস্ত্রসহ ১ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, ২৪ এপ্রিল বৃহস্পতিবার মধ্যরাত ২ টায় কোস্টগার্ড স্টেশন হাতিয়ার আওতাধীন নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন জাহাজমারা নতুন সুখচরের বাসিন্দা মোশাররফ হোসেন এর বাড়িতে একদল ডাকাত আক্রমণ করে। স্থানীয় জনগণ কোস্ট গার্ডকে অবহিত করলে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি চৌকস দল অতিদ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় একজন ডাকাতকে ৩ টি দেশীয় অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত ডাকাতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাশের বাড়ি থেকে আরও ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাত মোঃ ইউসুফ (৪০) নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়ন নতুন সুখচরের বাসিন্দা। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।