দাকোপ প্রতিনিধি:: দাকোপ উপজেলা সদর চালনা পৌরসভার আচাঁভূয়া-ডাকবাংলা বাজার ব্যবসায়িক সমিতির ত্রি-বাষিক নির্বাচনে সভাপতি পদে মোঃ কামরুল ইসলাম শেখ এবং সাধারণ সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনের পূর্বে বিনা প্রতিদ্বন্দিতায় সমিতির সহ-সভাপতি পদে ১জন এবং সদস্য পদে ৩জন নির্বাচিত হয়েছেন।
শনিবার আচাঁভূয়া বাজারে অস্থায়ী কেন্দ্র সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উক্ত সমিতির পৃথক ৩টি পদের বিপরীতে বিরোতিহীন ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি মোঃ কামরুল ইসলাম শেখ (চেয়ার) প্রতীকে ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন মোহাম্মদ ইমদাদুল হক তিনি (হরিণ) প্রতীকে ১১৮ ভোট পান। সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম (গোলাপ ফুল) প্রতীকে ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন আজিম হাওলাদার (বাই সাকেল) প্রতীকে ১২০ ভোট পান। কোষাধক্ষ্য পদে মোঃ সাইদুর রহমান (সেলাই মেশিন) প্রতীকে ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন সুশান্ত মিস্ত্রী তিনি (টেবিল) প্রতীকে ১১৩ ভোট পান। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন সমিতির সহ-সভাপতি পদে মনোরঞ্জন বাহাদুর,কার্যকরী সদস্য পদে মোঃ আনিসুর রহমান,বাবু হাওলাদার,হরিদাস মন্ডল। উল্লেখ্য উক্ত নির্বাচনে মোট ২৬৩ জন ভোটারের মধ্যে ২৫১ জন ভোটার তারা তাদের পছন্দনীয় প্রার্থীকে ভোট প্রদান করেছেন। প্রাপ্ত ভোটের মধ্যে মোট ৬টি ভোট নষ্ট হয়েছে, সভাপতি পদে ১টি,সাধারণ সম্পাদক পদে ২ টি এবং সদস্য পদে ৩টি ভোট নষ্ট হয়েছে। মোট ভোটারের উপস্থিততি ছিলো ৯৫,০৪ ভাগ। নির্বাচনে রিটানিং অফিসারের দায়িত্বে নিয়োজিত ছিলেন উপজেলা সমাবায় অফিসার মোঃ মিজানুর রহমান,সহবারি মোঃ সাহাবুর রহমান। নির্বাচন কমিটির সভাপতির দায়িত্বে এস এম গোলাম কাদের,সদস্য রফিকুল ইসলাম, ইমরান মোল্যা ইমন।নির্বাচন চলাকালিন সময়ে প্রয়োজনীয় পুলিশ ফোর্সের নিরাপত্তাসহ বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যদের আনাগোনা ছিলো চোখে পড়ারমত।সকাল থেকেই বিকাল পর্যন্ত নির্বাচনের ভোট কেন্দ্র ও আশপাশ এলাকা ছিলো উৎসব মুখর পরিবেশ। সব মিলিয়ে অবাদ সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হযেছে।
Leave a Reply