1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র গুলিসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক আমাদের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পুতিনের একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার মোংলায় ২০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড পশ্চিম জোন বটিয়াঘাটায় সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ভোলায় কোস্টগার্ডের চিকিৎসা সহায়তা পেল ৩৬০ অসহায় মানুষ খুলনা পাবলিক কলেজে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ-১৪৩২ উদযাপন বাগেরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

সম্মিলিতভাবে সুন্দর বাংলাদেশ গড়তে সকলকে দেশের উন্নয়নে কাজ করতে হবে-সিটি মেয়র

  • প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি::খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সম্মিলিতভাবে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সকলকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। বর্তমান সরকার আগামী একচল্লিশ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চায়। এই কর্মপ্রচেষ্টায় সকলের অংশগ্রহণ দরকার। তিনি বলেন, সরকার প্রত্যেক উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করছে। অদক্ষ জনশক্তি অভিবাসী হিসেবে বিদেশ গমন করায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এজন্য তাদের দক্ষ জনশক্তিতে পরিণত করা দরকার।
সিটি মেয়র সোমবার সকাল সাড়ে ১০ টায় খুলনা প্রেস ক্লাবের শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে চাকুরী মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন (জিআইজেড) এর অর্থায়নে পরিচালিত আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ (ইউএমআইএমসিসি)/ আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড (ইউএমএমএল) প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়।
খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সমাজ সেবা কার্যালয়-খুলনার উপপরিচালক খান মোতাহার হোসেন, কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার ও প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আলেকজেন্ডার জনথন অ্যালেক্স। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রকল্পের টীম লিডার রেজওয়ান ইসলাম খান ও কো-অর্ডিনেটর আশরাফুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন প্রকল্পের উপদেষ্টা (মনিটরিং এন্ড টেকনিক্যাল) মোঃ আতিয়ার রহমান। পরে সিটি মেয়র চাকুরী মেলার স্টল পরিদর্শন করেন।
উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় খুলনা শহরের ৯টি কমিউিনিটিতে ১ হাজারে ৫শত ৪০ জন জলবায়ু অভিবাসী, অতি দরিদ্র ও ইউরোপিয়ানভুক্ত দেশ থেকে ফেরত উপকারভোগীদের ১৭টি বিভিন্ন কোর্সে কারিগরি ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি ব্যবসা পরিচালনার মাধ্যমে তাদের জীবনমানের উন্নয়ন ঘটানো এ কর্মসূচির অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews