1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র গুলিসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক আমাদের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পুতিনের একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার মোংলায় ২০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড পশ্চিম জোন বটিয়াঘাটায় সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ভোলায় কোস্টগার্ডের চিকিৎসা সহায়তা পেল ৩৬০ অসহায় মানুষ খুলনা পাবলিক কলেজে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ-১৪৩২ উদযাপন বাগেরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ভারতের উত্তর প্রদেশে হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৪৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের উত্তর প্রদেশের একটি হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে ঝাঁসি জেলার মহারানি লক্ষ্মী বাই মেডিকেল কলেজ হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হাসপাতালটির শিশু ওয়ার্ডে ভর্তি ছিল। নিহত শিশুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।

জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) অবিনাশ কুমার সাংবাদিকদের বলেছেন, মহারানি লক্ষ্মী বাই মেডিকেল কলেজের নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) আগুন লাগে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে হাসপাতালের প্রধান মেডিকেল সুপারিনটেনডেন্ট শচীন মহর বলেন, খবর পেয়ে দ্রুত অগ্নিনির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে। আগুন নেভাতে তাদের বেগ পেতে হয়। কারণ, ঘরটিতে অধিক পরিমাণে অক্সিজেন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। সেখানে ভর্তি ৫৪ শিশুর অনেকেই ভেতরে আটকা পড়ে। অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। আহত শিশুদের অনেকে অবস্থা গুরুতর।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অগ্নিকাণ্ড সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, আহত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। এ ছাড়া ঝাঁসির বিভাগীয় কমিশনার ও পুলিশ রেঞ্জের উপপরিদর্শক জেনারেলকে ১২ ঘণ্টার মধ্যে অগ্নিকাণ্ড নিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।

এদিকে হতাহত শিশুদের স্বজনদের আর্তনাদে হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে উঠেছে। তারা কিছুতেই আগুনে পুড়ে শিশুর মৃত্যু মেনে নিতে পারছেন না। মায়েরা বিলাপ করে কান্না করছেন। নিহত এক শিশুর মা এনডিটিভিকে বলেছেন, তার শিশু পুড়ে মারা গেছে। তিনি কিছুতেই তা বিশ্বাস করতে পারছেন না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews