1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র গুলিসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক আমাদের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পুতিনের একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার মোংলায় ২০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড পশ্চিম জোন বটিয়াঘাটায় সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ভোলায় কোস্টগার্ডের চিকিৎসা সহায়তা পেল ৩৬০ অসহায় মানুষ খুলনা পাবলিক কলেজে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ-১৪৩২ উদযাপন বাগেরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

পাকিস্তানে চেক পোস্টে সন্ত্রাসী হামলা: ৭ সৈন্য নিহত

  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৪৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি চেক পোস্টে সন্ত্রাসী হামলায় অন্তত সাতজন সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। শনিবার (১৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, গত শুক্রবার গভীর রাতে কালাতের জোহান এলাকায় একটি নিরাপত্তা চেক পোস্ট লক্ষ্য করে ভারী অস্ত্র, রকেট এবং গ্রেনেড দিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, শাহ মর্দানের কাছে অবস্থিত ফ্রন্টিয়ার কোরের (এফসি) চেক পোস্টে সন্ত্রাসীরা আক্রমণ করলে নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেয়। এতে ছয়জন সন্ত্রাসী নিহত এবং চারজন আহত হয়। তবে গোলাগুলির সময় সাত সৈন্য প্রাণ হারান।

কালাত বিভাগের কমিশনার নাঈম বাযাই জানিয়েছেন, হামলায় সাতজন সৈন্য নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। হতাহতদের কোয়েটার সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসীরা চেক পোস্টটি চারদিক থেকে ঘিরে ফেলে আক্রমণ চালায়। প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই বন্দুকযুদ্ধ। পরে আরও একটি সেনা দল ঘটনাস্থলে পৌঁছে সন্ত্রাসীদের মোকাবিলা করে।

কালাতের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, প্রায় তিন ডজন সন্ত্রাসী চেক পোস্টে হামলায় অংশ নিয়েছিল।

এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বেলুচ লিবারেশন আর্মি। স্থানীয়রা জানিয়েছেন, মাঝরাত থেকে ভোর পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা গেছে।

হামলার পর জোহান ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, বেলুচিস্তানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা প্রদেশের শান্তি ও উন্নয়নের শত্রু। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সর্বোত্তম চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews