1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র গুলিসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক আমাদের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পুতিনের একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার মোংলায় ২০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড পশ্চিম জোন বটিয়াঘাটায় সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ভোলায় কোস্টগার্ডের চিকিৎসা সহায়তা পেল ৩৬০ অসহায় মানুষ খুলনা পাবলিক কলেজে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ-১৪৩২ উদযাপন বাগেরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

জাঁকজমকপূর্ণ আতিথেয়তার মধ্য দিয়ে দৈনিক বাংলার খবর পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: “কর্মেই আমাদের বিশ্বাস, বাক্যে নয়”এই শ্লোগানে বহু চড়াই উৎরাইয়ের মধ্যে দিন-মাস-বছর-যুগ এভাবেই সাফল্যের সুদীর্ঘ ১৩ টি বছর পার করে গৌরবের ১৪ বছরে পদার্পণ করলো খুলনা থেকে প্রকাশিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গণমানুষের মুখপাত্র, শিক্ষা-তথ্য-বিনোদন, সমস্যা-সম্ভাবনা, কৃষি-ব্যবসা-বাণিজ্য সহ খুলনা তথা দেশ-বিদেশের নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা সত্য প্রকাশে আপোষহীন পত্রিকা দৈনিক বাংলার খবর।

এ উপলক্ষ্যে পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক শেখ জামাল ইউ আহমেদ এর পৈতৃক নিবাস নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৪ শে জানুয়ারি দিনব্যাপী পালিত হলো পত্রিকাটির বর্ষপূর্তির নানান আয়োজন।

এ মাসের শুরু থেকে ক্ষণ গণনার মধ্য দিয়ে অবশেষে হাজির হয় জানুয়ারীর ২৪ তারিখের কাঙ্খিত সেই মাহেন্দ্রক্ষণ। অপেক্ষার পালা শেষ করে খুলনা সহ সারা দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত প্রতিনিধি ও তাদের পরিবার সহ গ্রাহক, বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীদের নিয়ে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়।

আগামীর পথ চলায় পত্রিকাটির গৌরবময় আরো একটি পালক যুক্ত হওয়ায় এদিন পাওয়া না পাওয়ার মিশেলে সকলের অভিব্যক্তি প্রকাশের পাশাপাশি মহান রবের শুকরিয়া আদায় এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।

দুপুরে জুমার নামাজের বিরতি ও মধ্যাহ্নভোজনের পর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্বনামধন্য পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল (ইউএস) শেখ জামাল-ইউ আহমেদ। এ সময় সর্বদা মানুষের পাশে থেকে তাদের ভালো কাজের মূল্যায়ন করার উৎসাহ যুগিয়ে আগামীর দিনগুলোতে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার মুখ্য সম্পাদক মোঃ মামুনুর রশীদ।
শেষে জামাল ইউ আহমেদের জন্মস্থান ইতনার ইতিহাস ঐতিহ্য আর দর্শনীয় স্থাপনা সমূহ সকলের কাছে তুলে ধরতে দৈনিক বাংলার খবর পত্রিকা পরিবারের সকলকে নিয়ে ইতনার দর্শনীয় স্থান গুলো ঘুরে ঘুরে পরিদর্শন করান।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বাংলার খবর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নুরুল হক (লাভলু), নির্বাহী সম্পাদক মোঃ ছাব্বির হোসেন, বার্তা সম্পাদক মোঃ শামীম খান, সহ-সম্পাদক মিজানুর রহমান, মোঃ আলমগীর হোসেনসহ উপজেলা ও জেলা প্রতিনিধি, নিজস্ব প্রতিনিধি, ফটো গ্রাফার তাদের পরিবারের সদস্য বৃন্দ এবং অতিথি বৃন্দসহ আরো অনেকে  উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews