1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

মোংলায় স্বাধীনতা দিবসে উন্মুক্ত থাকবে নৌবাহিনী কোস্টগার্ডের যুদ্ধজাহাজ

  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

মনির হোসেন:: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষ্যে মোংলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধজাহাজ।

২৬ মার্চ দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিগরাজ নেভাল জেটিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ধলেশ্বরী সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। দর্শনার্থীরা প্রয়োজনীয় নির্দেশনা মেনে নৌবাহিনীর এ যুদ্ধজাহাজ পরিদর্শন করতে পারবে। একইদিনে খুলনার বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে নৌবাহিনীর জাহাজ বানৌজা অপরাজেয় সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তর থেকে জানানো হয়েছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মোংলার দিগরাজ কোস্টগার্ড বেইসে সমুদ্রগামী যুদ্ধজাহাজ বিসিজিএস কামরুজ্জামান সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। ২৬ মার্চ বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোস্টগার্ডের জাহাজ ঘুরে দেখার পাশাপাশি এ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন দর্শনার্থীরা। এদিন খুলনার খান জাহান আলী সেতু এলাকায় অবস্থিত বিসিজি স্টেশন রুপসায় দর্শনার্থীদের জন্য কোস্টগার্ড পশ্চিম জোনের অন্য একটি জাহাজ উন্মুক্ত রাখা হবে।

এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মোংলা ও খুলনা নৌ অঞ্চলের বিভিন্ন জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকেও আলাদা কর্মসূচি পালন করা হবে। এদিন বিকাল ৫টায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মোংলা বন্দরের কোস্টগার্ড এনেক্সে অসহায় দরিদ্র ও দুঃস্থ শিশুদের ইফতার বিতরণ করা হবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন